কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে। ২০১৯ সালের লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তাহলে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন অবশ্যই সেমিফাইনাল। গোয়া ও পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের সামনে। দুই রাজ্যেই একদফায় সব আসনে ভোট হচ্ছে। পঞ্জাবে ১১৭টি আসনে লড়াছেন ১১৪৫ জন প্রার্থী। অন্যদিকে গোয়ার ৪০ টি আসনে ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে।

Updated By: Feb 4, 2017, 08:19 AM IST
কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে

ওয়েব ডেস্ক: কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে। ২০১৯ সালের লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তাহলে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন অবশ্যই সেমিফাইনাল। গোয়া ও পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের সামনে। দুই রাজ্যেই একদফায় সব আসনে ভোট হচ্ছে। পঞ্জাবে ১১৭টি আসনে লড়াছেন ১১৪৫ জন প্রার্থী। অন্যদিকে গোয়ার ৪০ টি আসনে ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে।

আরও পড়ুন অখিলেশ নয় আগে প্রচার করব শিবপালের জন্য : মুলায়ম সিং যাদব

গত দুবার শিরোমনি অকালি দলের সঙ্গে জোট বেঁধে পঞ্জাবে ক্ষমতায় বিজেপি। গোয়াতেও শাসনভার ধরে রেখেছে কেন্দ্রের শাসক দল। তাও দুই রাজ্যে পালাবদলে আত্মবিশ্বাসী  কংগ্রেস। অন্যদিকে পঞ্জাবে ভাল ফলের ব্যাপারে আশাবাদী আম আদমি পার্টি।

আরও পড়ুন  লখনউয়ে যৌথ রোড শো রাহুল ও অখিলেশের

.