মধ্যবিত্তের শঙ্কা বাড়িয়ে ইপিএফে কমল সুদের হার
পিপিএফের পর ইপিএফেও কমল সুদের হার। সুদের হার কমে হল ৮.৫৫ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তকে ধাক্কা দিল কেন্দ্র। পিপিএফের পর এবার ইপিএফও বা এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। ইপিএফে সুদের হার কমে হল ৮.৫৫ শতাংশ। ইপিএফে জমানো টাকা নিশ্চয়তা দেয় সাধারণ মানুষকে। সেই ইপিএফেই ধাপে ধাপে কমছে সুদের হার।
Employees' Provident Fund Organisation lowers interest rates from 8.65% to 8.55%
— ANI (@ANI) February 21, 2018
গত কয়েকবছর ধরেই সুদের হার কমছে। ২০১৬-১৭ অর্থবর্ষে ৮.৬৫ সুদের হার ছিল ইপিএফে। তার আগের অর্থবর্ষ অর্থাত্ ২০১৫-১৬ আর্থিক বছরে ৮.৮ শতাংশ ছিল সুদের হার। অবসরকালীন এই তহবিলে প্রায় ৫ কোটি গ্রাহক রয়েছেন।
আরও পড়ুন- ফের সুদের হার কমল পিপিএফ-এ
পিপিএফেও সুদের কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ০.২ শতাংশ সুদ কমিয়ে করা হয়েছে ৭.৬ শতাংশ। আর্থিক বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে সাধারণ মানুষকে উত্সাহিত করতে চাইছে সরকার। মুদ্রাস্ফীতি দিনে দিনে বাড়ছে, এমতাবস্থায় সুদের হার বারবার কমানোয় মধ্যবিত্তের সঙ্কট বাড়বে বলে মত অনেকের।