Dr Subhash Chandra: জীবনে সাফল্য়ের মন্ত্র কী? Mount Litera School International-এর পড়ুয়াদের বললেন চেয়ারম্যান সুভাষ চন্দ্র

Mount Litera School International-এর উপর বিশ্বাস রাখার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান ডক্টর সুভাষ চন্দ্র (Dr Subhash Chandra)। 'Dare To Dream' শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় পড়ুয়াদের সাফল্যে মন্ত্র শোনান Essel Group-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ। 

Updated By: May 21, 2022, 10:53 PM IST
Dr Subhash Chandra: জীবনে সাফল্য়ের মন্ত্র কী? Mount Litera School International-এর পড়ুয়াদের বললেন চেয়ারম্যান সুভাষ চন্দ্র

নিজস্ব প্রতিবেদন: Mount Litera School International-এর পড়ুয়াদের মুখোমুখি হলেন Essel Group-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ ডক্টর সুভাষ চন্দ্র (Dr Subhash Chandra)। শনিবার মুম্বইয়ে পড়ুয়াদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একান্ত আলাপচারিতায় তাঁদের কথা শোনেন ডক্টর চন্দ্র।

Mount Litera School International-এর উপর বিশ্বাস রাখার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান ডক্টর সুভাষ চন্দ্র (Dr Subhash Chandra)। 'Dare To Dream' শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় পড়ুয়াদের সাফল্যে মন্ত্র শোনান Essel Group-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ। 

তিনি বলেন, "১৯২৬ সালের ২১ মে আমার প্রপিতামহ এই গ্রুপ তৈরি করেছিলেন। আমাদের পরিবার অনেক চড়াইউতড়াই দেখেছে। সকলকেই ওঠাপড়ার মুখোমুখি হতে হয়। সেখান থেকেই সকলে শিক্ষা পায়।" 

Mount Litera School International থেকে স্নাতকে হওয়া এটি দ্বিতীয় ব্যাচ। গত বছর করোনার কারণে কোনও অনুষ্ঠান হয়নি। ফলে এবারই প্রথম অনুষ্ঠান হল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.