ওয়েব ডেস্ক: এই মাসের আট তারিখ রাত থেকে সারা ভারত জুড়ে অবৈধ ঘোষণা করা হল চলতি পাঁচশো ও এক হাজার টাকার নোটকে। আর তারপর থেকেই টাকার জন্য হাহাকার...ব্যাঙ্কে ও এটিএমের সামনে গ্রাহকদের সর্পিল লাইন। এবং বাজারে এল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। কিন্তু মোট কটা নতুন নোট বাজারে এল? সেগুলো ছাপাতে খরচ কেমন হল?


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    নতুন নোট বাবদ এখনও পর্যন্ত খরচ হয়েছে মোট ১২ হাজার কোটি টাকা। এই খরচের মধ্যে নোট ছাপানোর খরচ এবং নতুন নোট ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের হাতে পৌঁছে দেওয়ার খরচ ধরা রয়েছে।


আরও পড়ুন- এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও! জেনে নিন কীভাবে


  • এখনও পর্যন্ত ১৫৬৭ কোটি ৫০০ টাকার নোট ও ৬৩২ কোটি ২০০০ টাকার নতুন নোট বাজারে এসেছে।

  • ৫০০ টাকার নোট ছাপা বাবদ আনুমানিক খরচ হয়েছে ৩৯১৭ কোটি টাকা এবং ২০০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে ৪০০০ কোটি টাকা।


আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র