এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও! জেনে নিন কীভাবে

এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও। ডেবিট কার্ড সোয়াইপ করে নির্দিষ্ট কয়েকটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প থেকে তোলা যাবে ২০০০ টাকা। আপাতত দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পে এই সুবিধে মিলবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব পেট্রোল পাম্পে SBI-এর POS মেশিন আছে, সেখান থেকে প্রতিদিন কোনও ব্যক্তি সর্বোচ্চ ২০০০ টাকা তুলতে পারবেন। POS মেশিনের অর্থ হল POINT OF SALE MACHINE।

Updated By: Nov 18, 2016, 08:44 AM IST
এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও! জেনে নিন কীভাবে

ওয়েব ডেস্ক: এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও। ডেবিট কার্ড সোয়াইপ করে নির্দিষ্ট কয়েকটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প থেকে তোলা যাবে ২০০০ টাকা। আপাতত দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পে এই সুবিধে মিলবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব পেট্রোল পাম্পে SBI-এর POS মেশিন আছে, সেখান থেকে প্রতিদিন কোনও ব্যক্তি সর্বোচ্চ ২০০০ টাকা তুলতে পারবেন। POS মেশিনের অর্থ হল POINT OF SALE MACHINE।

আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

যেখানে ডেবিট বা ক্রিডেট কার্ড সোয়াইপ করার পরই মিলবে টাকা। পাম্প অ্যাটেনডেন্টরাই  ২ হাজার টাকা গ্রাহকের হাতে তুলে দেবেন। আপাতত আড়াই হাজার পেট্রোল পাম্পে এই সুবিধে পাওয়া গেলেও, পরে তা বাড়িয়ে ২০ হাজার করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এই পরিষেবা ২৪ নভেম্বরের পরও জারি থাকবে। পাম্পগুলিতে পুরনো নোট চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন  সিনেমার মতোই সত্যিই সত্যিই চিনের রাস্তায় বেবি বিঙ্ক!

.