নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। আজ শীর্ষ আদালতে কেন্দ্রের সেই আবেদনের শুনানি। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগির যুক্তি, শীর্ষ আদালত ইতিমধ্যেই নোট বাতিল পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। তাই অন্য আদালতে এ সংক্রান্ত মামলার কোনও প্রয়োজন নেই।

Updated By: Nov 18, 2016, 08:22 AM IST
নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

ওয়েব ডেস্ক: নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। আজ শীর্ষ আদালতে কেন্দ্রের সেই আবেদনের শুনানি। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগির যুক্তি, শীর্ষ আদালত ইতিমধ্যেই নোট বাতিল পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। তাই অন্য আদালতে এ সংক্রান্ত মামলার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন এবার পেট্রোল পাম্পে মিলবে দৈনিক ২০০০ টাকা!

নোট বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি TS ঠাকুর এবং বিচারপতি DY চন্দ্রচুড়ের বেঞ্চ আগেই কেন্দ্রকে জানিয়ে দেয়, সরকারের আর্থিক নীতি নিয়ে শীর্ষ আদালত মাথা ঘামাবে না। নোট বাতিল কালো টাকার বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক হতেই পারে। কিন্তু নোট বদলের জন্য সাধারণ মানুষের হয়রানি হওয়া উচিত নয়।

আরও পড়ুন  এবার হাসপাতালেও পুরনো নোট বদলের সুবিধা!

.