নিজস্ব প্রতিবেদন : আধার সমস্যার সমাধানে এবার নয়া সিদ্ধান্ত নিল ইউআইডিএআই করতৃপক্ষ। আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান ছাড়াও এবার থেকে মুখমণ্ডল সনাক্তকরণের ফিচারও রাখা হচ্ছে আধার কার্ড তৈরির ক্ষেত্রে। আগামী ১ জুলাই থেকে এই নতুন বৈশিষ্ট চালু করা হবে আধারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতে ১ লাখ কোটি টাকার ‘শত্রুসম্পত্তি’ নিলাম করছে কেন্দ্র


দীর্ঘদিন ধরেই আধার নিয়ে একাধিক বিতর্ক দেখা দিয়েছিল। বিশেষ করে বায়োমেট্রিক সনাক্তকরণের ক্ষেত্রগুলিতে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। অনেক ক্ষেত্রেই আঙুলের ছাপ মিলছিল না বয়সের জন্য। এবার সেই বায়োমেট্রিক সনাক্তকরণের মধ্যে আঙুলের ছাপের পাশাপাশি মুখমণ্ডল বা 'ফেস ডিটেকশন' ফিচার চালু করা হচ্ছে আধার কার্ড তৈরির ক্ষেত্রে।


তবে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, মুখমণ্ডল সনাক্তকরণের ফিচারটি গ্রাহ্য হবে তখনই, যখন তার সঙ্গে আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান বা ওটিপি দেওয়া থাকবে।