কৃষকদের ২ দাবিতে সহমত, চাপের মুখেও Farm Laws প্রত্যাহারে নারাজ কেন্দ্র

MSP নিয়ে কোনও রকম আইননি নিশ্চয়তা দিতে নারাজ কেন্দ্র

Updated By: Dec 30, 2020, 08:20 PM IST
কৃষকদের ২ দাবিতে সহমত,  চাপের মুখেও Farm Laws প্রত্যাহারে নারাজ কেন্দ্র
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: এবারও মিলল না সমাধান সূত্র। কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে ষষ্ঠ দফার বৈঠকের পর কিছুটা সুর নরম করল কেন্দ্র।

কৃষকদের ৪ দাবির মধ্যে ২ দাবিতে তাদের সঙ্গে সহমত হয়েছে কেন্দ্র।  এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তবে কৃষি আইন প্রত্যাহার করার দাবি মেনে নেয়নি কেন্দ্র সরকার। এনিয়ে ফের বৈঠক হবে আগামী ৪ জানুয়ারি।

আরও পড়ুন-বাম আমলে ৩৪ বছরে ৩৪ বার রাজ্যপাল বদল চেয়েছেন Mamata, কোনওবারই হয়নি: Mukul

সংবাদমাধ্যম সূত্রে খবর, কৃষি আইন আনতে যে সময় লেগেছে ততই সময় লাগবে তা প্রত্যাহার করতে। আইন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় আন্দোলনকারীদের। কৃষকদের দাবি ছিল কৃষি ক্ষেত্রে বিদ্যুত্ বিলে যে ভর্তুকি দেওয়া হত তা বজায় রাখতে হবে। সূত্রের খবর সরকার সেই দাবি মেনে নিয়েছে।

কৃষক আন্দোলনকারীদের সূত্রে জানা যাচ্ছে, কৃষি আইন প্রত্যাহার না করার ব্যাপারে এখনও অনড় কেন্দ্র। পাশাপাশি MSP নিয়ে কোনও রকম আইননি নিশ্চয়তা দিতে নারাজ কেন্দ্র। তবে বিদ্যুত্ বিলের ভর্তুকি ও এয়ার কোয়ালিটি অর্ডিন্য়ান্স ফিরিয়ে নিতে সম্মত হয়েছে সরকার।

আরও পড়ুন-High Court-র নির্দেশ-কেন্দ্রের চিঠি, বর্ষবরণে Parkstreet-এ কড়া নজর পুলিসের

আন্দোলনকারীদের দাবি, উত্তরপ্রদেশের মতো রাজ্য নয়া কৃষি আইন লাগু করার পর ফসলের দাম কোনও কোনও ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। এমএসপির নীচে ফসল বিক্রি হচ্ছে। কৃষক নেতা রাকেশ সিং টিকায়েত জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হয় ততক্ষণ আমরা দিল্লিতেই বসে থাকব। দিল্লি সীমান্তেই এবার আমরা নববর্ষ পালন করব।   
 

.