Farm Laws নিয়ে চলছে বৈঠক, ক্ষোভ ভুলে এবার সরকারের দেওয়া খাবার খেলেন কৃষকরা
কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছিল, কৃষি আইন নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য সামাধান বের করতে হবে। এনিয়ে খোলা মনেই আলোচনা হবে
নিজস্ব প্রতিবেদন: আগের বার নিজেদের খাবার সঙ্গে করে এনেছিলেন কৃষকরা। কৃষি আইন নিয়ে আলোচনার ফাঁকে সরকারের দেওয়া খাবার ফিরিয়ে দিয়ে নিজেদের খাবার দিল্লির বিজ্ঞান ভবনের মেঝেতে বসে খেয়েছিলেন কৃষকরা। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। বুধবার দেখা গেল একবারে উল্টো ছবি।
আরও পড়ুন-CAA বিরোধীদের সঙ্গে নেই; দলেই আছি, দলীয় কার্যালয়ে বসে জানিয়ে দিলেন শান্তনু
বুধবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল ও নরেন্দ্র সিং তোমরের সঙ্গে লাঞ্চের খাবার খেলেন কৃষক নেতারা। গত ৫ ডিসেম্বরের বৈঠকে উল্টো ছবি দেখা গিয়েছিল।
কেন্দ্রের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে তার একটি খসড়া মঙ্গলবার কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন কৃষক নেতারা। সেখানে বলা হয়েছিল, ৩ কৃষি আইন প্রত্যাহার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, এমএসপির গ্যারান্টি দিতে হবে। এরকম এক শর্ত সামনে রেখেই দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন-প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ মারপিট, তবু শেষরক্ষা হল না
কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছিল, কৃষি আইন নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য সামাধান বের করতে হবে। এনিয়ে খোলা মনেই আলোচনা হবে। সেই আলোচনায় শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।