প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ মারপিট, তবু শেষরক্ষা হল না

গত দশ বছর ধরেই কুলতলি থানার মাধবপুর গ্রামের বাসিন্দা অভয় কাঁকড়া ধরেই সংসার চালান।

Updated By: Dec 30, 2020, 04:11 PM IST
প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ মারপিট, তবু শেষরক্ষা হল না
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত মত্স্যজীবী। লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে বাঘের মুখ থেকে দেহ ফিরিয়ে আনল দুই সঙ্গী। বছর ৩৮ নিহত মত্স্যজীবীর নাম অভয় মণ্ডল। 

আরও পড়ুন: 'রাজনৈতিক-প্রশাসনিকভাবেই ঘটনার মোকাবিলা' আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে Suvendu

গত দশ বছর ধরেই কুলতলি থানার মাধবপুর গ্রামের বাসিন্দা অভয় কাঁকড়া ধরেই সংসার চালান। দক্ষিণ রায়ের আতঙ্ক উপেক্ষা করেই রুজির টানে যেতে হয় কাঁকড়া ধরতে। কোর এলাকায় প্রবেশের অনুমতি না থাকলেও মেছুয়া দ্বীপের কাছে বালির খালে কাঁকড়া ধরার সময় একটি বাঘ সরাসরি ঝাঁপিয়ে পড়ে অভয়ের উপরে।

আরও পড়ুন:  কলকাতায় UK ফেরত দ্বিতীয় আক্রান্তের হদিস, শহরে খোঁজ চলছে আরও ২২২ জনের

বাঘের থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা চালায় ওই মত্স্যজীবী। শিকার ছাড়তে নারাজ বাঘও। কামড় বসিয়ে অভয়কে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অভয়ের বন্ধু লক্ষ্মণ ও যাদব দুজনেই লাঠিসোটা নিয়ে বাঘের সামনে এসে তাকে আক্রমণ করে। তাতেই মত্স্যজীবীকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায় বাঘটি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অভয়ের। 

.