নিজস্ব প্রতিবেদন: আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনেও এবার আসরে নামছে কৃষি আইন বিরোধী আন্দোলনকারীরা। অসম, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে গিয়ে ভোটদাতাদের বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি জানাবেন কৃষক নেতারা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা(SKM)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গুজরাটে ৩১ জেলা পঞ্চায়েতের সবকটিতেই জয়ী BJP, মুছে গেল কংগ্রেস  


এনিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা বলবীর রাজেওয়াল সংবাদমাধ্যমে জানান, কেরল ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমাদের প্রতিনিধিরা যাবে। কোনও দলকে আমরা সমর্থন করতে সেখানে যাচ্ছি না। সাধারণ মানুষকে বলব কৃষক বিরোধী BJP-র বিরুদ্ধে তাঁরা যেন এবার ভোট দেন। দেশের কৃষকদের প্রতি মোদী সরকারের যে মনোভাব তা আমরা তাদের সামনে তুলে ধরব।



আরও পড়ুন-রেলশহর পুনরুদ্ধারে নামছেন 'জায়ান্ট কিলার' Dilip Ghosh? 


অন্যদিকে, ট্রাক্টর মিছিলের(Tractor Rally) পরও আরও একটি কর্মসূচি নিতে চলেছে আন্দোলনকারী কৃষকরা। সেটি হল শনিবার দিল্লির Western Peripheral Expressway অবরোধ করবে কৃষকরা।  এনিয়ে স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব(Yogendra Yadav) বলেন, ওইদিন কৃষক আন্দোলন ১০০ দিনে পা দেবে। এদিন এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে বেলা ১১টা থেকে বিকেল ৪টে প্রর্যন্ত অবরোধ করা হবে।