মাথা থেকে সরে গিয়েছিল ওড়না, চার বছরের শিশু কন্যাকে আছড়ে খুন করল বাবা
উত্তরপ্রদেশের বারেলিতে ৪ বছরের শিশুকন্যাকে খুন করল তার বাবা। মাথা থেকে ওড়না সরে গিয়েছিল ছোট্ট ফারহিনের। আর তাতেই খাপ্পা হয়ে উঠল তার বাবা জফর হুসেন। 'শাস্তি' দিতে মাটিতে আছড়ে নিজের আত্মজাকেই খুন করল সে।
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের বারেলিতে ৪ বছরের শিশুকন্যাকে খুন করল তার বাবা। মাথা থেকে ওড়না সরে গিয়েছিল ছোট্ট ফারহিনের। আর তাতেই খাপ্পা হয়ে উঠল তার বাবা জফর হুসেন। 'শাস্তি' দিতে মাটিতে আছড়ে নিজের আত্মজাকেই খুন করল সে।
শুক্রবার দুপুরে ফরহীন তার মায়ের সঙ্গে বাড়িতে বসে দুপুরের খাওয়া সারছিল। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় তার বাবা জফর। খেতে খেতে অসাবধনতাবশত ফারহীনের মাথা থেকে নেমে এসেছিল ওড়না। মেয়ের মাথায় ওড়না সরে গেছে দেখে জফর তাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে, একবার নয়, বারবার, যতক্ষণ না ছোট্ট শিশুর শেষ নিঃশ্বাসটা ফুরিয়ে যাচ্ছে, ততক্ষণ চলতে থাকে এই হাড়হিম করা হত্যাকাণ্ড।
ফরহীনের মা পুলিসের কাছে এফআইআর দায়ের করেছেন স্বামীর জাফরের নামে। তিনি জানিয়েছেন গোটা পরিবারের সামনেই এই নৃশংস ঘটনা ঘটেছে। এমনকি তিনি যখন বাধা দিতে যান, উল্টে তাকেই মারতে শুরু করে উন্মত্ত জাফর। ফরহীনকে খুন করার পর স্ত্রীকে সে নির্দেশ দেয় বাড়ির মধ্যেই ছোট্ট ফারহীনের নিথর দেহটি পুঁতে দিতে। কিন্তু রাজি হননি ফরহীনের মা।
তাঁর অভিযোগের ভিত্তিতেই মেয়েকে খুন করার অপরাধে গ্রেফতার করা হয়েছে জাফরকে। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করছে।