নিজস্ব প্রতিবেদন: শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর (Hapur) জেলায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিস এবং দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিক রিপোর্টে জানা গেছে জেলার ঢোলনা এলাকায় অবস্থিত এই কারখানায় বিস্ফোরণের ফলে ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। সূত্র মারফত আরও জানা গেছে কারখানার ভিতরে কিছু শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে।


ধৌলানা শিল্প এলাকায় অবস্থিত কারখানার বয়লারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে। জানা গেছে ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। 


আরও পড়ুন: Odisha Cabinet Reshuffle: ওড়িশায় নবীন পট্টনায়কের মন্ত্রীসভায় পদত্যাগ স্পিকার সহ সব মন্ত্রীর!


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর অফিসের মাধ্যমে একটি টুইটে এই শোকবার্তা জানানো হয়েছে।


মুখ্যমন্ত্রীর অফিসের তরফে টুইট করে বলা হয়েছে যে জেলা আধিকারিকদেরকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আধিকারিকদেরকে উদ্ধার কাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)