কাশ্মীরে দাবানল

ভয়াবহ দাবানলের গ্রাসে জম্মু-কাশ্মীরের নৌশেরা অঞ্চলে ভারত-পাক সীমান্ত সংলগ্ন অঞ্চল। পাকিস্তানের দিক থেকে এই দাবানল ছড়ানো শুরু হয় বলে জানিয়েছেন বনবিভাগের কর্তারা। পরে আগুন ধীরে ধীরে ভারতীয় অংশেও ছড়াতে থাকে।

Updated By: May 27, 2013, 11:38 AM IST

ভয়াবহ দাবানলের গ্রাসে জম্মু-কাশ্মীরের নৌশেরা অঞ্চলে ভারত-পাক সীমান্ত সংলগ্ন অঞ্চল। পাকিস্তানের দিক থেকে এই দাবানল ছড়ানো শুরু হয় বলে জানিয়েছেন বনবিভাগের কর্তারা। পরে আগুন ধীরে ধীরে ভারতীয় অংশেও ছড়াতে থাকে।
শুকনো গাছপালা দিয়ে স্থানীয় মানুষজন এবং বনবিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এতে খানিকটা কাজ হলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। সীমান্ত এলাকায় মাইন পোঁতা রয়েছে বলে আগুন নেভাতে খুব বেশিদূর এগোতে পারছেন না তাঁরা। দিন দুয়েক আগে জম্মু-কাশ্মীরেই একইরকমভাবে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল অংশের বনভূমি। ফের এধরনের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় প্রশাসনের কপালে।   

.