ফের মধ্যযুগীয় নৃশংসতা, ডাইনি সন্দেহে ঝাড়খণ্ডের গ্রামে পিটিয়ে খুন ৫ মহিলাকে
ফের মধ্যযুগীয় বর্বরতার লজ্জা গ্রাস করল এ দেশকে। ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হল পাঁচ মহিলাকে।
ওয়েব ডেস্ক: ফের মধ্যযুগীয় বর্বরতার লজ্জা গ্রাস করল এ দেশকে। ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হল পাঁচ মহিলাকে।
পুলিস সূত্রে খবর শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রাম কাঞ্জিয়াতে মর্মান্তিন এই ঘটনা ঘটেছে। ওই পাঁচ মহিলাকে তাঁদের কুঁড়ে ঘর থেকে টানতে টানতে বের করে আনে গ্রামবাসীরা। এরপর শুরু হয় নির্মম গণপিটুনি। শেষ পর্যন্ত মৃত্যু হয় পাঁচ জনেরই।
রাঁচির ডেপুটি পুলিস চিফ অরুণ কুমার সিং জানিয়েছেন এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪জনকে গ্রেফতার করা হয়েছে।
কুসংস্কারের চরম নিদর্শন দিয়ে গ্রামবাসীদের দাবি ডাইনি বিদ্যা চর্চা করতেন ওই পাঁচজন। তাঁদের জন্যই নাকি ফসল ফলেনি, অসুস্থতা বেড়েছে, দুর্ভাগ্য ছড়িয়ে পড়ছিল। লাঠি, পাথর, ছুরি দিয়ে তাঁদের উপর মিলিত আক্রমণ করা হয়।
ঝাড়খণ্ডের পুলিস মুখপাত্র এস.এন প্রধান নিউজ এজেন্সি এএফপি-কে জানিয়েন ''গ্রামবাসীদের বহুদিনের ধারণা এই পাঁচজনই তাদের দুর্ভাগ্যের কারম। দীর্ঘদিন ধরে রাগ পুষে রেখেছিল তারা।''
তিনি জানিয়েছেন এখনও তদন্ত চলছে।