ওয়েব ডেস্ক: শুধু আমাদের রাজ্যেই একাধিক জেলা জলের তলায় নেই। বরং, দেশের আরও পূর্ব প্রান্ত, অসমেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ২১ জেলায় ২৩ লক্ষ মানুষ বানভাসি। রবিবার নতুন করে মৃত্যু হয়েছে ১০ মানুষের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৯। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। রবিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অতিবৃষ্টিতে ডুবল বিহারের কিষাণগঞ্জ স্টেশন


কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ৩৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত। ব্রহ্মপুত্র এবং আরও ১০টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। তাই বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা।


আরও পড়ুন  গোরক্ষপুর হাসপাতালে শিশুদের বাঁচানোর 'নায়ক' চিকিৎসক কাফিল খান বরখাস্ত