নিজস্ব প্রতিবেদন: বিদেশের যেসব ছাত্র-ছাত্রীরা NEET পরীক্ষায় বসতে চান, তাঁদের "বন্দে ভারত" বিমানে নিয়ে আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এছাড়া পরের বছর থেকে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়াকে অনলাইনে NEET পরিচালনারও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যার ফলে দূরত্বের দরুন সৃষ্টি হবে না কোনও সমস্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েক দিন আগেই NEET পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। দেশের শিক্ষা মন্ত্রক জানিয়েছে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরেই হবে NEET। তারপরেই বিরোধিতা এসেছে একাধিক পক্ষ থেকে। করোনা সংকটে পরীক্ষা স্থগিত রাখতে হবে, এই মর্মে অনশনেও বসেছেন পড়ুয়ারা।


১৭ অগস্ট সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বিপদে পড়েছেন দেশের বাইরে থাকা পরীক্ষার্থীরা।  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মতো NEET এর পরীক্ষা কেন্দ্র বিদেশে থাকার পক্ষে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন পড়ুয়ারা। সেখানেই বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি রবীন্দ্র ভাটের বেঞ্চ জানিয়েছেন এই বছর বিদেশ থেকে পরীক্ষার্থীদের আসার ব্যবস্থা করবে কেন্দ্র।


বিচারপতিদের বেঞ্চ কেন্দ্রের সলিসটর জেনারেল তুষার মেহতাকে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে কথা বলে পরিক্ষার্থীদের ফেরত আসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। তুষার মেহতাও কোয়ারেন্টিনের বিষয় মেনে পরিক্ষার্থীদের আসার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট কোয়ারেন্টিনের নিয়ম সম্পর্কে কোনও নির্দেশ দেয়নি। রাজ্যসরকারকে এ বিষয় বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে! দিনের শেষে আস্থা সেই সোনিয়াতেই