বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হল না আডবাণীকে

বিজেপির প্রতিষ্ঠা দিবস। আর তাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণই জানানো হল না লালকৃষ্ণ আডবাণীকে। দলের প্রতিষ্ঠাতা সদস্যকে শুধুমাত্র এসএমএস পাঠিয়েই দায় সেরেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু, কেন এভাবে আমন্ত্রণ জানানো হল? কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি নেতৃত্বের তরফে। দলীয় নেতৃত্বের সঙ্গে মতান্তরের শুরুটা সম্ভবত অনেক আগেই।

Updated By: Apr 6, 2015, 08:42 PM IST
বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হল না আডবাণীকে
ছবি-ফেসবুক থেকে।

ওয়েব ডেস্ক: বিজেপির প্রতিষ্ঠা দিবস। আর তাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণই জানানো হল না লালকৃষ্ণ আডবাণীকে। দলের প্রতিষ্ঠাতা সদস্যকে শুধুমাত্র এসএমএস পাঠিয়েই দায় সেরেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু, কেন এভাবে আমন্ত্রণ জানানো হল? কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি নেতৃত্বের তরফে। দলীয় নেতৃত্বের সঙ্গে মতান্তরের শুরুটা সম্ভবত অনেক আগেই।

বহিঃপ্রকাশটা দেখা গিয়েছিল বেঙ্গালুরুতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুরোধ সত্ত্বেও বক্তব্য রাখেননি লালকৃষ্ণ আডবাণী। পঁয়ত্রিশ বছরের প্রথা ভেঙে বক্তব্য রাখতে অস্বীকার করেছিলেন তিনি। এবার দলের প্রতিষ্ঠা দিবসে কার্যত উপেক্ষিত বিজেপির লৌহপুরুষ।

.