নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা (Ranjit Sinha)। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে ভোর সাড়ে চারটে নাগাদ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৬৮ বছর। 
১৯৭৪ সালের ব্যাচের অবসরপ্রাপ্ত এই আইপিএস (IPS) অফিসার একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ২০১২ সাল থেকে দুবছরের জন্য সিবিআই ডিরেক্টর (CBI Director) ছিলেন। এছাড়াও ইন্দো-তিবেতান বর্ডার পুলিস বা আইটিবিপির ডিজি ছিলেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF) প্রধান এবং সিবিআইয়ের পাটনা ও দিল্লি অফিসে শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে কয়লা কেলেঙ্কারিতে নাম জড়ায় রঞ্জিত সিনহার। জেরার মুখেও পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন: WB Assembly Election 2021: শনিবার ৬ জেলার ভোটে কড়া নিরাপত্তা, থাকছে ১০৭১ কোম্পানি Central Force

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রঞ্জিত সিনহা। সিনিয়র আধিকারিকদের মতে, বৃহস্পতিবার রাতে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি তাঁর পরিবার।

English Title: 
Former CBI director Ranjit Sinha passes away at 68 in Delhi
News Source: 
Home Title: 

প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর Ranjit Sinha

প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর Ranjit Sinha
Yes
Is Blog?: 
No
Section: