কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, খুশবুর পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী বিজয়াশান্তি
গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের পরপরই দল থেকে ইস্তফা দেন বিজয়াশান্তি।
নিজস্ব প্রতিবেদন: খুশবু সুন্দরের দল ছাড়ার পর ফের দক্ষিণভারতে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ও তেলুগু অভিনেত্রী বিজয়াশান্তি। রবিবার তিনি দেখা করেন অমিত শাহর সঙ্গে। সম্ভবত সোমবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।
সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন খুশবু। কয়েকদিন আগে মহরাষ্ট্রে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছেন মুম্বইয়ের কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। এবার বিজয়াশান্তি।
Delhi: Telugu actor-turned-politician Vijayashanti met Union Home Minister and BJP leader Amit Shah, today
She will formally join Bharatiya Janata Party tomorrow pic.twitter.com/UaWc9X3hax
— ANI (@ANI) December 6, 2020
Vijayashanti Ji will formally join BJP tomorrow. She met with Amit Shah ji today. All those whom KCR sidelined, will join BJP: BJP leader G Vivek Venkatswamy in Delhi https://t.co/gmZmIb0150 pic.twitter.com/lbKCUEtitv
— ANI (@ANI) December 6, 2020
আরও পড়ুন-নিজের ডিম্বাণু দিয়ে পিতৃত্বের স্বাদ দিলেন বাবা ও প্রাক্তন বয়ফ্রেন্ডকে!
এনিয়ে দক্ষিণের বিজেপি নেতা জি বিবেক ভেঙ্কটাস্বামী সংবাদমাধ্যমে বলেন, 'বিজয়াশান্তিজি সোমবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। আজ তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও কেসিআর যাঁদের একঘরে ফেলে দিয়েছিলেন সেইসব নেতারাও বিজেপিতে যোগ দেবেন।'
গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের পরপরই দল থেকে ইস্তফা দেন বিজয়াশান্তি। গত কয়েক মাস ধরেই কংগ্রেস থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন।
আরও পড়ুন-মেদিনীপুর ছয়লাপ মুখ্যমন্ত্রীর পোস্টারে, সভায় অধিকারী পরিবারের না থাকার সম্ভাবনা
উল্লেখ্য, নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বিজেপি দিয়ে। পরে তিনি যোগ দেন টিআরএস-এ। তার পর চলে যান কংগ্রেসে।