নিজস্ব প্রতিবেদন: ফের খবর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। বুধবার তাঁকে গ্রেফতার করল চেন্নাই পুলিসের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চাপে পড়ে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত থেকে চাল কিনতে শুরু করল চিন


অভিযোগ, কারনান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ও একাধিক বিচারপতির স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। ওইসব আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভিডিয়ো তিনি ইউটিউবে পোস্ট করেন।


২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করার জন্য তাঁর ৬ মাসের কারাদণ্ড হয়। সে সময় তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।


আরও পড়ুন-ছাড়পত্র পেল ফাইজার, দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে গণটিকাকরণ


তিনিই দেশের একমাত্র কোনও হাইকোর্টের সিটিং বিচারপতি যাঁকে সুপ্রিম কোর্টে উঠতে হয়েছিল। ২০০৯  সালের মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৬ সালে তাঁকে বদলি করা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতিদের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রী মোদী ও তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তাতে দেশে শোরগোল শুরু হয়ে যায়।