আজ ৮৯ তম জন্মদিন বাজপেয়ীর, অটলেই `যিশু` খুঁজছেন মোদী
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আজ ৮৯ তম জন্মদিন। বাজপেয়ীর জন্মদিন ঘিরে বিজেপি নেতাদের মধ্যে উত্সাহ ছিল দেখার মত। বিজেপি-র ছোট-বড় অনেক নেতাই আজ সকাল-সকাল বাজপেয়ীর সঙ্গে দেখা করতে বাজপেয়ীর কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে যান।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আজ ৮৯ তম জন্মদিন। বাজপেয়ীর জন্মদিন ঘিরে বিজেপি নেতাদের মধ্যে উত্সাহ ছিল দেখার মত। বিজেপি-র ছোট-বড় অনেক নেতাই আজ সকাল-সকাল বাজপেয়ীর সঙ্গে দেখা করতে বাজপেয়ীর কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে যান।
বিজেপিতে এখন নরেন্দ্র মোদীর যুগ। কিন্তু মোদী যুগে এখনও পদ্মফুলের আসল সৌন্দর্য বাজপেয়ী সেটা আজ আরও একবার প্রমাণ হল। দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মেনে নন, বাজপেয়ীর স্বচ্ছ ভাবমূর্তিই আসন্ন লোকসভা ভোটে বিজেপির বড় সম্পদ হতে চলেছে। মোদীর সবচেয়ে বড় কাঁটা যদি সাম্প্রদায়িকতা হয়ে থাকে, তাহলে বাজপেয়ীর সবচেয়ে বড় গ্রহণযোগ্যতার কারণ ছিল সর্বজনস্বীকৃত হওয়া। তাই বাজপেয়ীর মধ্যেই রক্ষাকর্তা যিশুকে খুঁজছেন মোদী।
গতবার বাজপেয়ীর জন্মদিনেই তৃতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মোদী। বছর ঘুরতেই মোদী এখন দেশের তখত দখলের লড়াইয়ে।
প্রসঙ্গত, ১৯২৪ সালে উত্তরপ্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেন অটলবিহারী বাজেপেয়ী। ১৯৭৭ সালে মোরারজি দেশাইয়ের আমলে বিদেশমন্ত্রী হিসাবে কাজ করেন। পি ভি নরসিমা রাওয়ের পর ১৯৯৬ সালে তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু সেই সরকার টিকেছিল মাত্র দিন ১৫ মতো। দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রী পদে বসেন ১৯৯৮ সালে। কিন্তু এনডিএ-এর উপর থেকে এআইডিএমকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সরকার ভেঙে পড়ে। ফের লোকসভা ভোট হলে বাজপেয়ী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। ৫ বছর দক্ষতার সঙ্গে সরকার চালান। তাঁর আমলে বেশ কিছু উন্নয়নের কাজ হলেও গুজরাট দাঙ্গা, পার্লামেন্টে জঙ্গি হামলার মত ঘটনা ঘটে। ২০০৫ সালে বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন।
১৯৫৭ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন তিনি।