অনিল আম্বানি, আজিম প্রেমজিদের ছেলেদের মাইনে কত জানেন?
আপনি কি এখন চাকরি করেন? নিজে যা স্যালারি বা বেতন পান, তাতে আপনি খুশি তো? সাধারণত, এই প্রশ্ন করলে বেশিরভাগেরই উত্তরই হবে- একদম না। সে যাই হোক, আপনি কি জানেন আমাদের দেশের সবথেকে বড় কোম্পানির মালিকরা তাঁদের ছেলেকে কত টাকা স্যালারির বিনিময়ে নিজেদের কোম্পানির উঁচু পড়িশনে বসান? এক কাজ করুন জেনেই নিন।
ওয়েব ডেস্ক: আপনি কি এখন চাকরি করেন? নিজে যা স্যালারি বা বেতন পান, তাতে আপনি খুশি তো? সাধারণত, এই প্রশ্ন করলে বেশিরভাগেরই উত্তরই হবে- একদম না। সে যাই হোক, আপনি কি জানেন আমাদের দেশের সবথেকে বড় কোম্পানির মালিকরা তাঁদের ছেলেকে কত টাকা স্যালারির বিনিময়ে নিজেদের কোম্পানির উঁচু পড়িশনে বসান? এক কাজ করুন জেনেই নিন।
আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ
প্রথমেই আসা যাক আদানিদের কথায়। গৌতম আদানির ছেলে করণ আদানিই এখন তাঁদের কোম্পানির CEO। সেইজন্য তিনি বছরে দেড় কোটি টাকা মাইনে পান! অনিল আম্বানির ছেলে আনমোল আম্বানিও কিন্তু বাড়িতে বসে নেই। তিনিও এখন রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর। সেইজন্য আনমোল আম্বানি মাসে ১০ লক্ষ টাকা স্যালারি পান। প্রসঙ্গত, আনমোলের বয়স এখন সবে ২৪ বছর! এবার আসি উইপ্রোর আজিম প্রেমজির কথায়। আজিম প্রেমজির ছেলে রিশাদ কোম্পানির একজন ডিরেক্টরও। তিনি বছরে মাইনে পান ২ কোটি ১৫ লক্ষ টাকা!
আরও পড়ুন অগ্নিপথের সেই বাচ্চা মেয়েটিই এখন 'আগুন'