নিজস্ব প্রতিবেদন: ডান পা মাটিতে, বাঁ পা ভাঁজ করা। এই ভঙ্গিতে সিংহাসনে বসা গণেশমূর্তি। মূর্তিটির হাত, পা এবং কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। টেরাকোটার গণেশমূর্তিটি মিলেছে অন্ধ্রপ্রদেশ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্ধ্রপ্রদেশের (andhrapradesh) অনন্তপুর থেকে এই পোড়ামাটির (The terracotta idol) গণেশমূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। এটিই দক্ষিণ ভারত থেকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গণেশমূর্তির তালিকায় সব চেয়ে প্রাচীন বলে মত তাঁদের। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, মূর্তিটি দ্বিতীয় শতকের। বলা হচ্ছে, রাজা সাতবাহনের শাসনকালে (Satavahana Interval) তৈরি হয়েছিল এটি।


আরও পড়ুন: মোদী সরকারের টিকা-দোষের দিকে আঙুল তুললেন রাহুল, 'বন্ধ রাখুন উৎসব' দাগলেন তোপ


প্রত্নতাত্ত্বিকেরা (Archeologist) আরও জানাচ্ছেন, মূর্তিটি এই ধরনের মূর্তির মধ্যে এই নিয়ে দ্বিতীয়। এর আগেরটি পাওয়া গিয়েছিল ১৯৮০ সালে Kurnool জেলার Veerapuram অঞ্চলে।


জানা গিয়েছে, প্রত্নতাত্ত্বিক এই অভিযানটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক কৃষিক্ষেত্রে সংঘটিত হয়েছিল। জমিটি প্রাক্তন মন্ত্রী এন রঘুবীর রেড্ডির মালিকানাধীন। 


আরও পড়ুন: Viral Video: অবিশ্বাস্য ঘটনা! মানুষমুখো ছাগল, ঘটা করে চলছে পুজো