নিজস্ব প্রতিবেদন: মাঠে নেমেই একের পর এক বাউন্সার। এ বার তার জবাব দিলেন ইস্ট দিল্লির বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর বিরুদ্ধে ২টি ভোটার কার্ড থাকার অভিযোগ ছিল। রবিবার তা নিয়ে মুখ খুলেন গৌতি। বলেন, “গত ৪.৫ বছরে যখন কিছু করার নেই, তখন এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকলে এ ধরনের নেতিবাচক অভিযোগ নিষ্প্রয়োজন। নির্বাচন কমিশনই এর সিদ্ধান্ত নেবে।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দুটি ভোটার কার্ড থাকার অভিযোগে গম্ভীরের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর করেন আম আদমি পার্টির প্রার্থী  আতিশী মারলেনা।  আতিশী দাবি করেন, দিল্লির কারোলবাগের পাশাপাশি রাজিন্দর নগরে ঠিকানায় ভোটার কার্ড রয়েছে গম্ভীরের। এই দুই এলাকা সেন্ট্রাল দিল্লি বিধানসভার মধ্যে পড়ে। আগামী ১ মে শুনানি হবে এই মামলার।


আরও পড়ুন- আমি নিতান্তই সাধারণ এবং বোকা, প্রজ্ঞার সঙ্গে তুলনা করবেন না: উমা ভারতী


বিজেপিতে যোগ দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বরাবারই ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে। কাশ্মীরের রাজনীতি নিয়ে সম্প্রতি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন গৌতি। এর পরে তাঁকে বিজেপিতে যোগদান করতে দেখা যায়। উল্লেখ্য,  এই কেন্দ্রে সবচেয়ে ধনী প্রার্থী হলেন তিনি। হলফনামায় বছরে ১২ কোটি টাকা আয় দেখিয়েছেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক।