নিজস্ব প্রতিবেদন— অদৃশ্য শত্রুর আক্রমণে গোটা বিশ্ব জেরবার। পানশালা থেকে পার্ক, বন্ধ সব। লকডাউনে বাড়ির বাইরে বেরনো বারণ।  অকারণে বাইরে গেলেই পিঠে পুলিসের লাঠির আঘাতের চিহ্ন নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। আর এমন পরিস্থিতিতে এক যুবক বাড়ি ফিরলেন বউ নিয়ে। বাড়ি থেকে বেরিয়েছিলেন মুদি দোকান থেকে জিনিসপত্র আনবেন বলে! কিন্তু বাজার থেকে তিনি বাড়ি ফিরলেন বউ নিয়ে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি লকডাউনে এমনই কাণ্ড ঘটিয়েছেন। পুলিসের মার থেকে রেহাই মিললেও বাড়িতে নতুন বিপত্তি। ছেলের কীর্তি মেনে নিতে নারাজ তাঁর মা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মায়ের সাফ বক্তব্য, ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, ছেলে বউ নিয়ে ফিরেছে। আমি এই গোপন বিয়ে আমি মানতে রাজি নই। এমনকি ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে শাহিবাবাদ এলাকার পুলিসের দারস্থও হয়েছেন মা। তবে ঘটনার সূত্রপাত কিন্তু কয়েক মাস আগেই। মাস দুয়েক আগে আর্য সমাজ মন্দিরে সবিতা নামে একটি মেয়েকে বিয়ে করে বছর ছাব্বিশের গুড্ডু। তারপরেই দেশে হানা দেয় নোভেল করোনাভাইরাস। যার জেরে বিয়ের রেজিস্ট্রির কাগজ পাওয়ার আশা শিকেয় ওঠে। লকডাউনের মেয়াদ বাড়তে থাকার জন্য সবিতা আটকে পড়ে দিল্লির ভাড়া বাড়িতে। আর গুড্ডু থাকে গাজিয়াবাদে। লক্ষ্য ছিল লকডাউন মিটলে রেজিস্ট্রি কাগজ সহ গুড্ডুর বাড়িতে নতুন বউ হয়ে আসবে সবিতা। কিন্তু সেই গুড়ে বালি। করোনা আতঙ্কে দিল্লির ভাড়াবাড়িতে সবিতাকে থাকতে দিতে রাজি হয়নি বাড়ির মালিক। 


আরও পড়ুন— কীভাবে খোলা যেতে পারে মদের দোকান! দশটি রাজ্যকে 'আইডিয়া' দিল জাতীয় সংস্থা


শেষমেশ স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন গুড্ডু। লকডাউনেই গুড্ডুর হাত ধরে বাড়িতে চলে আসে নতুন বউ। তবে বাড়ি মায়ের নামে। আর মা বাড়িতে বউ সমেত ছেলেকে রাখতে নারাজ। অগত্যা পুলিস দিল্লির বাড়ির মালিকের সঙ্গে কথা বলে সেখানেই আপাতত থাকার ব্যবস্থা করছে গুড্ডু ও সবিতার।