ওয়েব ডেস্ক: বন্যাত্রাণে সোনাদান। নজির সৃষ্টি করলেন গুজরাতের মহিলারা। সুরাটের মন্দিরে জমা পড়েছে ৫০ লক্ষ টাকার সোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিপন্ন গুজরাত। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু, আর্তের ত্রাণ ও পুনর্বাসন কি শুধুমাত্র রাষ্ট্রেরই দায়িত্ব। এমনটা মনে করেন না সুরাতের বাসিন্দারা। ভক্তদের কাছে সোনাদানের আহ্বান জানায় এক জৈন মন্দির। সাড়া জাগানো সাড়া মিলেছে।


বিপন্নের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। সেই ধর্মীয় দায়বদ্ধতা থেকেই সোনাদান। বলছেন ভক্তেরা। শুধু জৈন মন্দির নয়। বন্যাত্রাণে গুজরাতের বিভিন্ন ধর্মস্থানেই অকাতরে দান করছেন মানুষ।


দেশের মানুষদের কাছে বিশেষ আবেদন বার্তা আমির খানের