দেশের মানুষদের কাছে বিশেষ আবেদন বার্তা আমির খানের
Updated By: Jul 29, 2017, 04:24 PM IST
![দেশের মানুষদের কাছে বিশেষ আবেদন বার্তা আমির খানের দেশের মানুষদের কাছে বিশেষ আবেদন বার্তা আমির খানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/29/89845-amir-29-7-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খান । রুপোলি পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে নিংড়ে দেন। তিনি শুধু দেশের একজন জনপ্রিয় অভিনেতাই নন। পাশাপাশি তিনি যে দেশের একজন দায়িত্ববান নাগরিক তাও বুঝিয়ে দিলেন।
ক্ষমা চাইলেন অক্ষয় কুমার
শনিবার অর্থাত্ আজ টুইটারে বলিউড সুপারস্টার আমির খান একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি গুজরাট এবং আসামের বন্যায় ভেসে যাওয়া অঞ্চলের মানুষদের সাহায্যের জন্য দেশের সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন। আমরা যেন ওই সমস্ত বিপদে পড়া মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাই ভিডিও বার্তায় বলেছেন তিনি। নিচের ভিডিওতে দেখে নিন তিনি কী বললেন।
— Aamir Khan (@aamir_khan) July 29, 2017