বিরোধিতা এড়িয়ে তাত্ক্ষণিক তিন তালাক নিয়ে অর্ডিন্যান্সের পথে কেন্দ্র

তাত্ক্ষণিক তিন তালাক আইনে লাগু করতে মরিয়া মোদী সরকার। 

Updated By: May 3, 2018, 09:47 PM IST
বিরোধিতা এড়িয়ে তাত্ক্ষণিক তিন তালাক নিয়ে অর্ডিন্যান্সের পথে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: তাত্ক্ষণিক তিন তালাককে অপরাধ ঘোষণা করে বিল এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সংসদে বিরোধীদের বাধায় আটকে গিয়েছে সেই বিল। সে কারণে অধ্যাদেশের (অর্ডিন্যান্স) রাস্তায় হাঁটতে চাইছে কেন্দ্র। এ বিষয়ে শীঘ্রই জারি করা হচ্ছে অর্ডিন্যান্স।   

মুসলিম মহিলা বিবাহ অধিকার আইনের বিল পাশ হয়ে গিয়েছে লোকসভায়। তবে রাজ্যসভায় শাসক দল সংখ্যালঘু হওয়ায় তা পাশ করানো সম্ভব হয়নি। এই নতুন আইনে দোষী সাব্যস্ত হলে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি স্ত্রীকে খোরপোষ দেওয়ার বিধানও রয়েছে। তাত্ক্ষণিক তিন তালাককে জামিন অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিলে। এ ব্যাপারে রাজ্য সরকারগুলির মতামত চেয়েছিল কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ রাজ্যই তাতে সায় দিয়েছে। 

গতবছর অগাস্টে তাত্ক্ষণিক তিন তালাককে বেআইনি বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও শতাধিক তাত্ক্ষণিক তালাকের অভিযোগ উঠেছে দেশ জুড়ে। শীর্ষ আদালতের রায়ের পর ৬৭টি তাত্ক্ষণিক তিন তালাকের মামলা দায়ের হয়েছে বিভিন্ন আদালতে। এইসব অভিযোগের অধিকাংশই উত্তরপ্রদেশে ঘটেছে। 

আরও পড়ুন- ওনার মতো ব্যক্তিগত আক্রমণ করব না, মোদীকে খোঁচা রাহুলের

.