পরিবার নিয়ন্ত্রণে বিনামূল্যে গর্ভনিরোধক দেবে মোদী সরকার
![পরিবার নিয়ন্ত্রণে বিনামূল্যে গর্ভনিরোধক দেবে মোদী সরকার পরিবার নিয়ন্ত্রণে বিনামূল্যে গর্ভনিরোধক দেবে মোদী সরকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/06/92895-govt.jpg)
ওয়েব ডেস্ক: 'হাম দো, হামারে দো', ছোট পরিবারের এই স্লোগান বহুদিন আগেই সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার। এতে বড় পরিবার গঠনে খানিকটা নিয়ন্ত্রণ আনা গেলেও সার্বিকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কিন্তু এখনও সম্ভব হয়নি। দেশের ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণ করতে তাই এবার নয়া পদক্ষেপ করল কেন্দ্রের সরকার। গোটা দেশে 'মিশন পরিবার বিকাশ'কে আরও ভাল করে কার্যকরি করতে এবার সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে গর্ভনিরোধক বিলি করবে মোদী সরকার। 'অন্তরা' এবং 'ছায়া', এই দুই গর্ভনিরোধকই ভারতীয় মহিলাদের জন্য বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্র প্রাথমিক পর্যায়ে দেশের দশ রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে। মঙ্গলবারই একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি এবং গোয়া, এই রাজ্যগুলোর সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল থেকে 'ছায়া' এবং 'অন্তরা' গর্ভনিরোধক পাওয়া যাবে। মহিলারা সরকারি হাসপাতালে গিয়ে গর্ভনিরোধক সংগ্রহ করতে পারবেন যে কোনও প্রাপ্তবয়ষ্ক মহিলা।