ওয়েব ডেস্ক: সৌদি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সৌদি নেতার কাছে মাথা নীচু করে দাঁড়িয়ে আছেন। ফেসবুকে এমন ছবিই পোস্ট করেন দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক। পরে দেখা যায় ছবিটি ভুয়ো। ছবিটি নিয়ে জলঘোলা শুরু হওয়ার পর এর জন্য ক্ষমা চেয়ে নেন সেই সাংবাদিক। তিনি বলেন, 'আমার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার জন্য আমি দুঃখিত। ইচ্ছাকৃতভাবে এই বিকৃত ছবিটি পোস্ট করিনি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক যে বেসরকারি চ্যানেলে কাজ করেন তারা জানিয়েছে, তাদের এক কর্মী ওই বিকৃত ছবিটি পোস্ট করেছিলেন। যদিও এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানত না।


প্রধানমন্ত্রীর ওই ভুয়ো ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দানা বাঁধে। বিজেপি সাংসদ মহেশ গিরি ওই ছবি পোস্ট করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর এ বিষয়ে সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।