কার্ডে কেনাকাটা করলে ছাড় মিলবে আয়করে, জানান আপনার মতামত

কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে আয়করে ছাড় দেওয়ার কথা ভাবছে সরকার। কালো টাকার রমরমা রুখতে এবং নগদে লেনদেন বন্ধ করার লক্ষ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই প্রস্তাব।

Updated By: Jun 23, 2015, 09:17 AM IST
কার্ডে কেনাকাটা করলে ছাড় মিলবে আয়করে, জানান আপনার মতামত

ওয়েব ডেস্ক: কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে আয়করে ছাড় দেওয়ার কথা ভাবছে সরকার। কালো টাকার রমরমা রুখতে এবং নগদে লেনদেন বন্ধ করার লক্ষ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই প্রস্তাব।

১ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। শুধু সাধারণ গ্রাহকরাই নন, এই প্রস্তাব কার্যকরী হলে কার্ড মারফত লেনদেনে আগ্রহী ব্যবসায়ীরাও আয়করে  পাবেন আকর্ষণীয় ছাড়।  এই প্রস্তাব সম্পর্কে মতামত আহ্বান করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।  অনলাইনে my gov.in পোর্টালে লগ অন করে  মতামত জানানোর শেষ দিন  ২৯ জুন।

.