গুয়াহাটিতে গ্রেনেড বিস্ফোরণ; নিহত ২, আশঙ্কাজনক ৫
বুধবার সন্ধে ৮টা নাগাদ ওই গ্রেনেড বিস্ফোরণ ঘটে
নিজস্ব প্রতিবেদন: গুয়াহাটির জু রোডে গ্রেনেড বিস্ফোরণে নিহত হলেন ২ জন। আহত এক নাবালক সহ মোট ১০ জন।
বুধবার সন্ধেয় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি এসে জনবহুল এলাকায় গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। উলফার পরেশ বড়ুয়া গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন-স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, রাজনৈতিক প্রচারে একদিনের জরিমানা
আহতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ২ জওয়ান রয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
গুয়াহাটির পুলিস কমিশানার দীপক কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে ৮টা নাগাদ ওই গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে একটি পুলিস চৌকি রয়েছে। ফলে সেটিকে টার্গেট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
আরও পড়ুন-ভোটব্যাঙ্কের স্বার্থে মূর্তির বিরোধী মমতাই, হিম্মত থাকলে সিসিটিভি ফুটেজ দেখান: যোগী
পুলিস সূত্রে খবর, হামলাকারীদের টার্গেটে ছিল এসএসবি ও রাজ্য পুলিস। এরা জু রোডে সেন্ট্রাল মল-এর উল্টো দিকে ডিউটি করছিলেন। হামলা চালিয়েছে উলফার স্বাধীন গোষ্ঠী। বিস্ফোরণে আহত হয়েছেন, রমেশ লাল ও অমূল্য লাল্লান নামে ২ এসএসবি জওয়ান। এদের দুজনের আঘাত গুরুতর।
ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।