GST Rate hike: সোমবার থেকে বাড়ছে চালের দাম, দামী হচ্ছে হাসপাতালের ঘরও
বাড়ছে দই, লস্যির দাম। দামী হচ্ছে হোটেলের রুমও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ছে জিএসটি। চড়ছে দাম। ১৮ জুলাই থেকে দামী হচ্ছে দই, লস্যি, হাসপাতাল ও হোটেলের রুম। এমনকি সোমবার থেকে দামী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চালও। জিএসটি পর্ষদের ৪৭ তম বৈঠকে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের জিএসটি হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারফলে সোমবার থেকে ঘর-গেরস্থালির জিনিস কিনতে আরও বেশি করে যে গাঁটের কড়ি খসবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।
কী কী দামী হচ্ছে? জিএসটি-র হার কত হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক একনজরে-
প্যাকেটজাত দই, লস্যি, বাটারমিল্ক- ৫ শতাংশ
ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক- ১৮ শতাংশ
এলইডি লাইট-ল্যাম্প ও ফিক্সচার- ১৮ শতাংশ
ছাপার কালি- ১৮ শতাংশ
ব্লেড, ছুরি, পেন্সিল কাটার, চামচ, কাঁটা চামচ, স্কিমার- ১৮ শতাংশ
বৈদ্যুতিক পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবল টার্বাইন, বাইসাইকেল পাম্প- ১৮ শতাংশ
শস্যদানা ঝাড়াই বাছাই ও পেষাইয়ের মেশিন- ১৮ শতাংশ
দুধ ও দুগ্ধজাত পণ্যের মেশিনারি- ১৮ শতাংশ
ডিম পরিষ্কার ও বাছাইয়ের মেশিন- ১৮ শতাংশ
আঁকার যন্ত্রপাতি- ১৮ শতাংশ
সোলার ওয়াটার হিটার- ১২ শতাংশ
ফিনিশ লেদার- ১২ শতাংশ
মানচিত্র, মানচিত্র বই, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল যন্ত্রপাতি, ছাপা গ্লোব- ১২ শতাংশ
দৈনিক ১০০০ টাকা দামের হোটেল রুম- ১২ শতাংশ
ICU ছাড়া দৈনিক ৫০০০ টাকা দামের হাসপাতালের ঘর- ৫ শতাংশ
আরও পড়ুন, Maharastra Toddler Dies: খেলতে খেলতে বিয়েবাড়ির ফুটন্ত ভাতের নৌকায়, ঝলসে মৃত্যু ১৬ মাসের শিশুর
আরও পড়ুন, Digital News: বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ! রেজিস্ট্রেশন ৯০ দিনের মধ্যেই