নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধীকে সামনে রেখে স্বচ্ছতার অভিযানে নেমেছেন নরেন্দ্র মোদী। অথচ তাঁর নিজের রাজ্য গুজরাতেই চরমে উঠেছে নদী দূষণ। ভোটের আগে যা কংগ্রেসের হাতে তুলে দিয়েছে ইস্যু। সুরাতের তাপ্তি-পাড়ে খোঁজ নিল ২৪ ঘণ্টা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর সম্মার্জ্জনীর ছোঁয়া কতটা পেয়েছে তাঁর জন্মভূমি গুজরাত? তাপ্তির হাল দেখলে এ প্রশ্ন উঠতে বাধ্য।হীরের শহর সুরাতের ওপর দিয়ে বয়ে গিয়েছে তাপ্তি নদী। সাতপুরা পাহাড়ে জন্ম নিয়ে সুরাত ছুঁয়ে আরব সাগরে মিশেছে তাপ্তি। আর্যাবর্ত আর দাক্ষিণাত্যের অন্যতম সীমারেখা এই নদী।


আরও পড়ুন- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য বিজেপির ৪ মুখ


সুরাতে এসে যেন থমকে গিয়েছে তাপ্তি। প্রায় মজে যাওয়া নদীর তীর মুখ ঢেকেছে জঞ্জালে। তাপ্তি নদীর দূষণ এবারের ভোটে সুরাতে কংগ্রেসের অন্যতম ইস্যু। কংগ্রেসের মরা গাঙে জোয়ার আনতে কত জল এনে দিল তাপ্তি, তারউত্তর মিলবে ১৮ তারিখ।