পুলিশের জালে ধর্ষক 'বাবার' ঘনিষ্ঠ সঙ্গী, খোঁজ চলছে হানিপ্রীতের

Updated By: Sep 15, 2017, 09:38 AM IST
পুলিশের জালে ধর্ষক 'বাবার' ঘনিষ্ঠ সঙ্গী, খোঁজ চলছে হানিপ্রীতের

ওয়েব ডেস্ক : গুরমিত রাম রহিম সিং-এর ঘনিষ্ঠ সঙ্গী দিলাওয়ার সিং ইনসানকে গ্রেফতার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই দিলাওয়ার সিং ইনসানকে খুঁজছিল পুলিশ। অবশেষে হরিয়ানা পুলিশের একটি দল দিলাওয়ারকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ডেরা সচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের গ্রেফতারির পর থেকেই পঞ্জাব এবং হরিয়ানা জুড়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ এবং ডেরা সমর্থকদের গন্ডগোলের জেরে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়। ওই সব ঘটনার পিছনে দিলাওয়ার সিং ইনসানেরই হাত রয়েছে। ওই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত ২৫ অগাস্ট গুরমিত রাম রহিম সিং-কে দোষী সাব্যস্ত করার পর থেকেই খোঁজ মিলছিল না দিলাওয়ার সিং ইনসানের। এরপর তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুকআউট নোটিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দিলাওয়ার।

অন্যদিকে রাম রহিম সিং-এর দত্তক কন্যা হানিপ্রীত সিং-এর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ডেরা প্রধানের শাস্তি ঘোষণার পর হানিপ্রীত নেপালে পালিয়ে গিয়েছেন বলে মনে করছে পুলিশের একাংশ। আর সেই কারণে হানিপ্রীতের খোঁজে নেপাল সীমান্তেও চালানো হচ্ছে জোর তল্লাশি।

.