নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদীর সাফল্য ও তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পেছনে অর্ধেক কৃতিত্ব রাহুল গান্ধীর। শুক্রবার এভাবেই কংগ্রেস সহ-সভাপতিকে নিশানা করলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমএনএস প্রধান বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল ‌যেভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বিদ্রুপ করেছেন তা সাধারণ মানুষ ভালো ভাবে নেয়নি। বলা ‌যেতে পারে ওই লোকসভা নির্বাচনের মোদীর বিপুল জয়ের অর্ধেক কৃতিত্ব রাহুলের।


বিজেপির জয়ের পেছনে কাদের কতটা অবদান তা ব্যাখ্যা করেছেন রাজ ঠাকরে। তাঁর দাবি, বিজেপির জয়ের পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ১৫ শতাংশ, ১০-১৫ কৃতিত্ব দাবি করতে পারে বিজেপি ও আরএসএস। আর বাকিটা মোদীর ব্যক্তিগত ক্যারিশ্মা।


আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচন নিয়েও ভবিষ্যতবাণী করেছেন রাজ ঠাকরে। তাঁর দাবি, ‌প্রবণতা মিলে গেলে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেও ‌যেতে পারে। মোদীর নির্বাচনী প্রচারে বহু সমর্থক জনসভায় এসেও দলে দলে সভা ছেড়ে বেরিয়ে ‌যাচ্ছেন। এ জিনিস আগে কখনও দেখা ‌যায়নি। বিজেপি ‌যদি ১৫০ আসন পায় তাহলে তা ইভিএমের কারসাজি বলে ধরে নেওয়া যেতে পারে।


আরও পড়ুন-রাজনৈতিক দলগুলিতে গণতন্ত্রের কথা বলে রাহুলকে খোঁচা মোদীর