রাজনৈতিক দলগুলিতে গণতন্ত্রের কথা বলে রাহুলকে খোঁচা মোদীর
নিজেস্ব প্রতিবেদন : রাজনৈতিক দলগুলির ভিতরে আগে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা দরকার। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলি মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত সাদামাটা শোনালেও রাজনৈতিক মহলের দাবি, নাম না করেই এদিন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকেই খোঁচা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলে কর্মী থেকে নেতা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনা দরকার।
আরও পড়ুন- 'ডিজিটাল' ভারতে বন্ধ হল ৩৫৮ এটিএম কাউন্টার
ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা করেছে কমিশন। গুজরাট নির্বাচনের পরই কংগ্রেস সভাপতির পদে রাহুলের অভিষেক ঘটবে বলে গুঞ্জন। কংগ্রেসের এই সিদ্ধান্তকেই আজকের বৈঠকে একপ্রকার বিদ্রুপ করেছেন মোদী।
আজকের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গেও কিছুটা মজার ছলেই কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি বিষয় ক্যামেরা ও পেনের মাধ্যমে তুলে ধরার জন্যও তাদের প্রশংসা করেন মোদী।