খুব ভালো আম্পায়ার, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদে নির্বাচিত হরিবংশের প্রশংসায় মোদী

নির্বাচনের পর রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বলেন, সাংবাদিক কিংবা সমাজকর্মী-দুই ক্ষেত্রেই সফল হরিবংশ

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 14, 2020, 08:25 PM IST
খুব ভালো আম্পায়ার, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদে নির্বাচিত হরিবংশের প্রশংসায় মোদী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ধ্বনি ভোটে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। জনতা দল ইউনাইটেডের এই সাংসদ এনিয়ে দ্বিতীয়বার ডেপুটি চেয়ারম্যান হলেন। বাদল অদিবেশনের প্রথম দিনেই এনডিএর প্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন বিজেপি সাংসদ জে পি নাড্ডা।

আরও পড়ুন-নির্মলা সম্পর্কে সৌগতর মন্তব্য নিয়ে তোলপাড়, বাদ দেওয়া হল লোকসভায় কার্যবিবরণী থেকে 

হরিবংশের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তাঁর নাম প্রস্তাব করেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। ২০১৮ সালে হরিবংশ ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে পরাজিত করেন, বি কে হরিপদকে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় এ বছর এপ্রিল মাসে।

আরও পড়ুন-বিধায়ক সত্যজিত্ খুনে সিআইডি-র সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ, জুড়ল বিজেপি সাংসদের নাম

নির্বাচনের পর রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সাংবাদিক কিংবা সমাজকর্মী-দুই ক্ষেত্রেই সফল হরিবংশ। কী ভাবে তিনি অধিবেশন পরিচালনা করেন তা আমরা সবাই দেখেছি। আম্পায়ার হিসেবে উনি খুবই ভালো। আগামী দিনেও সেভাবেই কাজ করবেন। উনি যেভাবে সভা পরিচালনা করেন তা সবার শ্রদ্ধা অর্জন করেছে।

অর্থনীতির ছাত্র হরিবংশের প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক লড়াই করে উঠে এসেছেন তিনি। পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁর জুতো পর্যন্ত ছিল না। হাইস্কুলে পড়ার সময়ে তিনি প্রথম জুতো পরেন।

.