হবে তিস্তা চুক্তি, আশাবাদী হাসিনা

তিস্তা জলবন্টন চুক্তি হবে। সমাধান হবে ছিটমহল সমস্যারও। ভারতের সঙ্গে চুক্তির পর প্রথমবার ছিটমহল সফরে এসে এই আশাই প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Updated By: Oct 19, 2011, 01:31 PM IST

তিস্তা জলবন্টন চুক্তি হবে। সমাধান হবে ছিটমহল সমস্যারও। ভারতের সঙ্গে চুক্তির পর প্রথমবার ছিটমহল সফরে এসে এই আশাই প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দুই বাংলাদেশী ছিটমহল দহগ্রাম এবং আঙারপোঁতায় যান তিনি।
হাসিনা পৌঁছন কোচবিহারের তিনবিঘা করিডোরে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ সিং। সেখানেই কেন্দ্রীয় দুই মন্ত্রীর সঙ্গে চা-চক্রে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখান থেকে পাটগ্রামে জনসভার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। পাটগ্রামে জনসভা শেষ করে ঢাকা ফেরেন মুজিব-কন্যা।

.