Madhya Pradesh: ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তান নিলেই পাবেন মোটা টাকা পুরস্কার, ঘোষণা রাজ্যের মন্ত্রীর

Madhya Pradesh: পুরস্কারের কথা বলে বিপাকে পড়েছেন মন্ত্রী। তবে দমতে রাজি নন তিনি...

Updated By: Jan 13, 2025, 07:33 PM IST
Madhya Pradesh: ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তান নিলেই পাবেন মোটা টাকা পুরস্কার, ঘোষণা রাজ্যের মন্ত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ১৪০ কোটির দেশ এই ভারত। ফলে জন্ম নিয়ন্ত্রণের উপরে জোর দিয়ে থাকে কেন্দ্রও। কিন্তু সেসবের ধার ধারেন না মধ্যপ্রদেশের মন্ত্রী পণ্ডিত বিষ্ণু রাজৌরা। তিনি আবার রাজ্যের পরশুরাম কল্যাণ বোর্ডের সদস্যও। রাজৌরা সম্প্রতি রাজ্যের ব্রাহ্মণদের কাছে একটি আবেদন করেছেন। সেই আবেদনে সাড়া দিলে মিলবে মোটা টাকা ইনামও।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-ভূগর্ভে চলছে মহারণ! ভেঙে দু'টুকরো হয়ে যাচ্ছে ভারত, মুছে যাবে এইসব রাজ্য...

কী আবেদন করেছেন বিষ্ণু রাজৌরা? রাজৌরা ঘোষণা করেছেন যেসব ব্রাহ্মণ দম্পতি ৪ সন্তান নেবেন তাদের ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ইন্দোরে এক অনুষ্ঠানে ওই ঘোষণা করেন তিনি। এদিন তিনি বলেন, আমরা পরিবারের দিকে নজর দিতে ভুলে যাচ্ছি। আমরা আমাদের ঐতিহ্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। দেশের যুব সমাজের উপরে আমাদের অনেক আশা। আমরা যারা বুড়ো হয়ে গিয়েছি তাদের কাছ থেকে দেশের আর খুব বেশি কিছু পাওয়ার নেই। যুবকরাই দেশের পরবর্তী প্রজন্মের ধারক ও বাহক। কিন্তু এই যুবকরাই এক সন্তানের বেশি নিতে চাইছে না। এখানেই সমস্যা। আমি চাই আপনারা কমপক্ষে ৪টি সন্তান নিন। এতে ব্রাহ্মণ সমাজে মানুষের সংখ্যা বাড়বে।

এখানেই থেমে থাকেননি বিষ্ণু রাজৌরা। তিনি বলেন, যেসব দম্পতির ৪টি সন্তান থাকবে তাদের পরশুরাম বোর্ড ১ লাখ টাকা পুরস্কার দেবে। আমি যদি বোর্ড নাও থাকি তাহলে বোর্ড ওই টাকা দেবে।

এদিকে, ওই কথা বলার পর বিভিন্ন মহল থেকে তাঁর দিকে কড়া কড়া প্রশ্ন ধেয়ে আসছে। এনিয়ে বিষ্ণু সংবাদমাধ্যমে বলেন, যা বলেছি তা একেবারেই ব্যক্তিগত। রাজ্যের ব্রাহ্মণরা এই কাজ করতে পারে। সমাজকে বাঁচাতে আমি এসব বলেছি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.