ঘুষের প্রস্তাব প্রধানমন্ত্রীকেও?

সেনাপ্রধানের পর প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। বাবা প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বরাত পাওয়ার জন্য একজন মধ্যস্থতাকারী তাঁকে ঘুষ নেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বৃহস্পতিবার দাবি করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এতদিন তিনি কেন চুপ করে ছিলেন, বা এর বিরুদ্ধে তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন, তা জানাননি কুমারস্বামী।

Updated By: Mar 29, 2012, 05:41 PM IST

সেনাপ্রধানের পর প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। বাবা প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বরাত পাওয়ার জন্য একজন মধ্যস্থতাকারী তাঁকে ঘুষ নেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বৃহস্পতিবার দাবি করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এতদিন তিনি কেন চুপ করে ছিলেন, বা এর বিরুদ্ধে তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন, তা জানাননি কুমারস্বামী।
দিনকয়েক আগেই একই রকম দাবি করেছিলেন সেনাপ্রধান ভিকে সিং। সেনাবাহিনীতে খারাপ মানের গাড়ি কেনার জন্য তাঁকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সেনাপ্রধান।
১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জনতা দল সেকুলারের নেতা এইচডি দেবেগৌড়া। ২০০৬-০৭ সালে কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এইচডি কুমারস্বামী।

.