মথুরা জ্বলছে, টুইটারে শুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কে সাংসদ হেমা
ফের বিতর্কে জড়ালেন 'ড্রিম গার্ল' তথা মথুরার সাংসদ হেমা মালিনী। গতকাল থেকেই উত্তপ্ত মথুরা। প্রাণ হারিয়েছেন ২৪ জন। মৃত্যু হয়েছে দুই পুলিস অফিসারের। কিন্তু, মথুরা যখন জ্বলছে, সেইসময় মথুরার সাংসদ কী করছিলেন? উত্তর হল এই ছবি।
ওয়েব ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন 'ড্রিম গার্ল' তথা মথুরার সাংসদ হেমা মালিনী। গতকাল থেকেই উত্তপ্ত মথুরা। প্রাণ হারিয়েছেন ২৪ জন। মৃত্যু হয়েছে দুই পুলিস অফিসারের। কিন্তু, মথুরা যখন জ্বলছে, সেইসময় মথুরার সাংসদ কী করছিলেন? উত্তর হল এই ছবি।
ছবিটি টুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়ে যায়। নিন্দা, সমালোচনা উপছে পড়ে। বিতর্কের মুখে পড়ে ছবিটি সরিয়ে নেন সাংসদ হেমা। একইসঙ্গে জানান, মথুরার ঘটনা নিয়ে তিনি যথেষ্ট ব্যথিত। মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, ইতিমধ্যেই বিতর্ক থেকে অভিনেত্রী সাংসদকে বাঁচাতে ঢাল হয়ে নেমে পড়েছে তাঁর দল বিজেপি।
একবছর আগে, রাজস্থানে তাঁর মার্সিডিজ গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লাগলে মৃত্যু হয় এক শিশুর। কিন্তু দুর্ঘটনার জন্য দায়ী করেন ওই শিশুর বাবাকেই। সেই ঘটনার পরেও বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী।