ছিনতাই করা বাসের বেপরোয়া দৌড়, মৃত ৯
জানিয়েছে, সন্তোষ মানে নামে বছর ৩০ এর এক ব্যক্তি সোয়ারগেট বাস টার্মিনাল থেকে একটি সরকারি বাস ছিনতাই করে পালাচ্ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর এমএইইচ ১৪ বিটি ১৫৩২। ট্র্যাফিক আইন অগ্রাহ্য করে বেপরোয়া ভাবে রাস্তার ডানদিক দিয়ে য়াওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৫ টি গাড়িকে ধাক্কা মারে বাসটি।
পুনেতে সরকারি বাস ছিনতাই করে মারণদৌড়, পরিণামে প্রাণ হারালেন ৯ পথযাত্রী। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে পুনের সোয়ারগেট এলাকায়। পুলিস জানিয়েছে, সন্তোষ মানে নামে বছর ৩০ এর এক ব্যক্তি সোয়ারগেট বাস টার্মিনাল থেকে একটি সরকারি বাস ছিনতাই করে পালাচ্ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর এমএইইচ ১৪ বিটি ১৫৩২। ট্র্যাফিক আইন অগ্রাহ্য করে বেপরোয়া ভাবে রাস্তার ডানদিক দিয়ে য়াওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৫ টি গাড়িকে ধাক্কা মারে বাসটি। পথচলতি মানুষ প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকেন। বাসটির ধাক্কায় মৃত্যু হয় ৯ জনের। আহত হয়েছেন ২৭ জন। প্রায় এক ঘন্টা ধরে ধাওয়া করে অবশেষে নিলায়াম থিয়েটারের কাছে চালককে গ্রেফতার করে পুলিস। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, লোকটি মানসিক ভারসাম্যহীন। কিন্তু, টার্মিনালে দাড়িয়ে থাকা সরকারি বাসের চাবি কী করে কোনও বহিরাগতের হাতে পৌঁছল প্রশ্ন উঠছে তা নিয়ে।