হিমাচলে ভোট, টিকেন্দ্রকে নিয়ে স্বপ্ন দেখছে বামেরা

শৈল শহর সিমলা কি এবারে বামেদের দিকে মুখ ফেরাবে? কেন না, এবছরই স্থানীয় পুরনিগমের নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম। এই জয় সিপিআইএমকে ভোটের লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। সিমলায় দল প্রার্থী করেছে তরণ লড়াকু নেতা টিকেন্দ্র পানওয়ারকে। পুরসভার ডেপুটি মেয়রও তিনি। টিকেন্দ্র জিতবেন কিনা বলা শক্ত। তবে কংগ্রেস-বিজেপি চিরাচরিত লড়াই ছেড়ে এবার সিমলা দেখছে ত্রিমুখী লড়াই।

Updated By: Oct 30, 2012, 05:25 PM IST

শৈল শহর সিমলা কি এবারে বামেদের দিকে মুখ ফেরাবে? কেন না, এবছরই স্থানীয় পুরনিগমের নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম। এই জয় সিপিআইএমকে ভোটের লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। সিমলায় দল প্রার্থী  করেছে তরণ লড়াকু নেতা টিকেন্দ্র পানওয়ারকে। পুরসভার ডেপুটি মেয়রও তিনি। টিকেন্দ্র জিতবেন কিনা বলা শক্ত। তবে কংগ্রেস-বিজেপি চিরাচরিত লড়াই ছেড়ে এবার সিমলা দেখছে ত্রিমুখী লড়াই। 
সরকারে থাকা বিজেপি। আর বিরোধী কংগ্রেস। দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই ঘিরেই সরগরম পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ।  রাজধানী সিমলায় কিন্তু লড়াই ত্রিমুখী। বিজেপি-কংগ্রেস, দুপক্ষকেই চ্যালেঞ্জ জানিয়ে ভোটের ময়দানে হাজির সিপিআইএমের টিকেন্দ্র পানওয়ার।  রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দিয়ে এবছরই সিমলা পুরসভায় জয়ী হয়েছে সিপিআইএম। বিধানসভা ভোটেও তাই সিমলায় ভাল ফল নিয়ে আশাবাদী তাঁরা।
বিজেপি বা কংগ্রেস, দুই দলই দুর্নীতির অভিযোগ ঘিরে জেরবার। দুটি দলের বিরুদ্ধে তাই সেই ইস্যুকে প্রচারে হাতিয়ার করেছেন টিকেন্দ্র পানওয়ার।
হিমলচলের ভোটে এবারে দুর্নীতি যে অন্যতম ইস্যু, তা স্পষ্ট সিমলার সাধারণ মানুষের কথাতেও।
সিমলা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী গতবারের জয়ী বিধায়ক সুরেশ ভরদ্বাজ। সরকার বিরোধী হাওয়াকে কাজে লাগাতে তাই কংগ্রেস এবারে নতুন মুখ হিসেবে প্রার্থী করেছে প্রাক্তন ডেপুটি মেয়র হরিশ জনার্থাকে। দুই দলেরই চিন্তা বাড়িয়ে দিয়েছেন তরুণ বামপ্রার্থী টিকেন্দ্র।  

.