সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে প্রতারণা, কোম্পানিকে ২৭ লক্ষ টাকা জরিমানা

Updated By: Jun 30, 2016, 04:12 PM IST
সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে প্রতারণা, কোম্পানিকে ২৭ লক্ষ টাকা জরিমানা

সার্ফ এক্সেল- এর এক বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার জন্য ২৭ লক্ষ টাকা জরিমানা হল নির্মাতা সংস্থার। দীর্ঘ ৯ বছরের আইনি লড়াইয়ের পর জয়ী হওয়ার পর চোখে জলে দিল্লি নিবাসী প্রমোদ গুপ্তার।

২০০৭ সালে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল তারা এক নতুন উপহার এনেছে। সার্ফ এক্সেল ডিটারজেন্টের প্যাকেটে এক টুকরো কাপড় যিনি পাবেন, তাঁর সন্তানকে ৫ লক্ষ টাকা স্কলারশিপের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। প্রমোদবাবুর দাবি ছিল, তিনি ডিটারজেন্টের প্যাকেটে কাপড়ের টুকরো পেয়েছিলেন। সেই মতো নিজেকে বিজয়ী মনে করে পুরস্কার সংগ্রহ করতে তিনি ২০০৭-এ মুম্বইতে যান। কিন্তু কোম্পানি তাঁর দাবি খারিজ করে দেয়। এরপরই তিনি ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানান।
 
সেখান থেকে শুরু হয় লড়াই। তারিখের পর তারিখ, তারপর তারিখ আসতে থাকে। কিন্তু বিচার চলেই যাচ্ছিল। হাল ছাড়েননি প্রমোদবাবু। অবশ্য নিজেই জানালেন একটা সময় ভেবেছিলেন এত বড় কোম্পানির বিরুদ্ধে লড়াই করে রিছুই মিলবে না। শেষ অবধি লড়াইয়ে জিতে ছাড়লেন।

.