গুরু দোষে নাবালক এবার সাবালক : জুভেনাইল জাস্টিস বোর্ডের ঐতিহাসিক নির্দেশ
ধর্ষক নাবালক হলেই আর সাত খুন মাফ নয়। ২০১৫ সালে নয়ডার এক নাবালিকাকে অপহরণ করে মদ খাইয়ে তাকে ধর্ষণ করে নয়ডারই এক নাবালক। এবার সেই অভিযুক্ত নাবালককেই সাবালক ধরে নিয়ে বিচার করার নির্দেশ দিল জুভেনাইল জাস্টিস বোর্ড।
ওয়েব ডেস্ক: ধর্ষক নাবালক হলেই আর সাত খুন মাফ নয়। ২০১৫ সালে নয়ডার এক নাবালিকাকে অপহরণ করে মদ খাইয়ে তাকে ধর্ষণ করে নয়ডারই এক নাবালক। এবার সেই অভিযুক্ত নাবালককেই সাবালক ধরে নিয়ে বিচার করার নির্দেশ দিল জুভেনাইল জাস্টিস বোর্ড।
আরও পড়ুন- প্রেমিকাকে ২ লক্ষ টাকা দিয়ে বেচে দিল প্রেমিক
এতদিন কোনও নাবালক যেকোনও কুকীর্তি ঘটালেও তাকে হোমে রাখা হত। এটাই ছিল আইন মোতাবেক বিচারপতির সর্বোচ্চ করণীয়। নির্ভয়া কাণ্ডেও তাই হয়েছে। কিন্তু, নির্ভায় কাণ্ডের পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হলে আইন সংশোধন হয়। সংশোধিত নতুন আইনে বলা হয়েছে অপরাধ 'গুরুতর' হলে নাবালককেও সাবালক ধরে নিয়ে বিচার করার নির্দেশ দিতে পারে জুভেনাইল জাস্টিস বোর্ড। সেই আইনেই এই প্রথম কোনও নাবালককে অপরাধের গুরুত্ব বিচার করে সাবালক হিসাবে বিচার করার নজির তৈরি হল দেশে।