নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তা বাহিনীর চাপে পড়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল হিজবুল মুজাহিদিন জঙ্গি মুজাফফর আহমেদ ওয়ানি। গত ২৫ নভেম্বর থেকে তাকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাষ্ট্রপতির দফতরে প্রাণভিক্ষার আবেদন ফেরত চাইল নির্ভয়া গণধর্ষকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিনয় শর্মা


শনিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ড্রাবগামে বিএসএফের হাতে ধরা দেয় মুজাফফর। গত ২৫ নভেম্বর পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক এনকাউন্টারে জড়িয়ে পড়ে মুজাফফর।  ওই গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। কিন্তু পালিয়ে যায় মুজাফফর। হিজবুলের পক্ষে সে পুলওয়ামা থেকে তার কাজকর্ম চালাচ্ছিল।  যে দুজন জঙ্গি মারা যায় তাদের গাড়ি চালিয়ে এনেছিল সে।



আরও পড়ুন-ঝাড়খণ্ডে ২ বুথে পুলিসের গুলি, প্রাণ হারালেন ১ যুবক


গত ২৫ নভেম্বর পুলওয়ামার সাদিমার্গে  নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে গুলি চালায় জঙ্গিরা। তারপরেই এনকাউন্টার শুরু হয়ে যায়। গুলির লড়াইয়ে মারা যায় ইরফান সেখ ও ইরাফান আহমেদ রাথার।  কিন্তু মুজাপফরের নাগাল পায়নি নিরপাত্তা বাহিনী।