কৃষ্ণপ্রেমের হাতছানিতে ব্রজভূমে বিদেশিদের ভিড়

হোলির দিন মথুরা যেন ভূবনডাঙার মাঠ। সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে কৃষ্ণপ্রেমের হাতছানিতে ছুটে এসেছেন বিদেশিরাও। (কড়া নিরাপত্তায় হোলি পালিত হল পাকিস্তানে)  

Updated By: Mar 13, 2017, 09:49 PM IST
কৃষ্ণপ্রেমের হাতছানিতে ব্রজভূমে বিদেশিদের ভিড়

ওয়েব ডেস্ক: হোলির দিন মথুরা যেন ভূবনডাঙার মাঠ। সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে কৃষ্ণপ্রেমের হাতছানিতে ছুটে এসেছেন বিদেশিরাও। (কড়া নিরাপত্তায় হোলি পালিত হল পাকিস্তানে)  

প্রেমের সত্যিই কী কোনও রঙ হয়? প্রেমতো আসলে মনে।কবিরা বলেন, মনের রঙেই রঙিন হয় ভালোবাসা। হোলির দিনে দেশ বিদেশের ভিড় ব্রজভূমে। সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে পদাবলী প্রেমে মাতোয়ারা বিদেশিরাও। ব্রজভূমের মানুষ বলেন,জয় হোলি কি রসিয়া মনমোহন। রসিয়া মানে রসিক। আর মনমোহনতো মনের মোহন রূপ। যে রূপ দেখে পাগল হয় রাধা। বিদেশি মনেও লেগেছে ব্রজভূমের রঙ।শুনুন কী বলছেন তারা?

রঙ যেন মোর মর্মে লাগে। রঙ যেন বসন্তের বাতাসে ঘোরা ফেরা করে। রঙ যেন হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা এক ফুলের কুঁড়ি। প্রেমের স্পর্শে যে কুঁড়ি ফুল হয়ে ফোটে।  সেই প্রেমের হাতছানিতেই বজ্রভূমি মিশে যায় তেপান্তরের রঙে। সত্যিই হোলির দিন ব্রজভূমি যেন ভূবনডাঙার মাঠ।

.