ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এখন সব কিছুতেই বাধ্যতামূলক হয়ে গিয়েছে আধার কার্ড। ব্যাঙ্ক , মোবাইল , পাসপোর্ট এবং যাবতীয় সমস্ত জরুরি বিষয়ে আধার কার্ড বাধ্যতামূলক। অনেক সময়েই আধার কার্ডে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এবার আপনি নিজেই অনলাইনে সেই সমস্ত ভুল-ত্রুটি শুধরে নিতে পারবেন। যদি আপনি আধার কার্ডে নিজের নাম সংশোধন করতে কিংবা বদলাতে চান, তাহলে কী করবেন জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) প্রথমে official UIDAI website: https://ssup.uidai.gov.in/web/guest/update -এ যান।


) এবার update Aadhar details –এ ক্লিক করুন।


৩) এবার আপনার আধার নম্বর দিন। সঙ্গে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP দিতে হবে।


৪) মনে রাখবেন, যে মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই মোবাইল নম্বরেই OTP আসবে।


৫) এবার ভেরিফিকেশন বক্সে OTP দিন।


৬) এবার আপনার কাছে নাম পরিবর্তন, জন্ম তারিখ পরিবর্তন, লিঙ্গ, ঠিকানা প্রভৃতি পরিবর্তনের অপশন আসবে।


৭) name change বা নাম পরিবর্তন অপশনে ক্লিক করুন।


৮) সঠিক নাম দিন।


৯) এবার আপনার কাছে দুটি BPO service provider selection আসবে। একটি বেছে নিন।


১০) এবার আপনাকে ফাইনাল সাবমিট করতে বলা হবে। ফাইনাল সাবমিট করুন।


১১) প্রক্রিয়াটি শেষ হলে আপনি URN নম্বর পেয়ে যাবেন।